জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে সাজ সাজ রব

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জুলাই’২৩ : জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে সাজ সাজ রব রাজবাড়িতে । ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতি! শুরু হয়েছে মনসার মূর্তি তৈরীর কাজ। উল্লেখ্য জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো এবারে ৫১৪ বছর। বহু প্রাচীন এই পুজো।

এখানে মনসা দেবী অষ্ট মূর্তি হিসেবেই পরিচিত রয়েছে। এখানে মা মনসার আটটি মূর্তির পুজো হয়। রাজ পুরোহিত শিবু ঘোষাল বলেন এবারে ১৮ আগস্ট থেকে ২৫ আগস্ট মনসা পুজো এবং মেলা চলবে। মনসা পুজোকে কেন্দ্র করে বিষহরি গানের আসর বসবে। রাজবাড়ির মনসা পুজো নিয়ম নিষ্ঠার মধ্যে সঙ্গে হবে। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পাশাপাশি আসাম থেকে অনেকেই আসেন‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *