শীতের আমেজে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোট শুরু, জমজমাট নবাব বাড়ি কোর্ট চত্বর

জলপাইগুড়ি : জলপাইগুড়ির নবাব বাড়ি কোর্ট কমপ্লেক্সে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। অফিসবেয়ারার এবং এক্সিকিউটিভ কমিটির মোট ২৩টি আসনের জন্য ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪:১৫ পর্যন্ত।

মোট ৭৫০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানানো হয়েছে। প্রতি দুই বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে প্রবীণ এবং নবীন আইনজীবীদের মধ্যে দেখা গেছে মিলনের উচ্ছ্বাস।

Jalpaiguri Bar Association Voting Begins

রিটার্নিং অফিসার সুদীপ্ত কান্ত ভৌমিক জানান, “এটি একটি নিয়মিত প্রক্রিয়া, যা প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।”

প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার বলেন, “খুব ভালো লাগছে, সবাই এসেছে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে।”

বিদায়ী সম্পাদক বিপুল সরকার জানান, “এই নির্বাচন সম্পূর্ণ অরাজনৈতিক এবং আইনজীবীদের কাজ পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দ্বীপ মাহাতো বলেন, “সুষ্ঠুভাবে বারের কাজ পরিচালনা করার জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি।”

ভোটগ্রহণ শেষে শুক্রবার সকাল থেকে গণনা শুরু হবে এবং তার পরেই ঘোষণা করা হবে ফলাফল। নতুন নেতৃত্ব আইনজীবীদের কাজকর্ম এবং বার অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে কীভাবে পরিচালনা করবে, সেদিকেই তাকিয়ে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *