জলপাইগুড়ি বইমেলা ২০২৫ শুরু, বইয়ের সাথে স্বাস্থ্যপরামর্শ বিনামূল্যে

জলপাইগুড়ি: জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে শুরু হল জলপাইগুড়ি বইমেলা ২০২৫। মঙ্গলবার জলপাইগুড়ি রবীন্দ্রভবন প্রাঙ্গণে মেলার শুভ সূচনা হয়। মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ঋত্বিক ঘটক ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ উদযাপনে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

মেলার উদ্বোধন হয় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ধনিরাম টোটো, স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক ডক্টর পবিত্র গোস্বামী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

এবারের বইমেলার অন্যতম বিশেষ আয়োজন স্বাস্থ্য মেলা। বইপ্রেমীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। যারা বই কিনতে আসবেন, তারা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতে পারেন একেবারে বিনামূল্যে।

Jalpaiguri Book Fair 2025 Begins;  Health consultation with book is free

স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলার পাশাপাশি এই উদ্যোগ পাঠকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উল্লেখ্য, এবছর সরকারিভাবে জেলা বইমেলা ময়নাগুড়িতে আয়োজন করা হলেও জলপাইগুড়ির স্টুডেন্টস হেলথ হোমের এই উদ্যোগ স্থানীয় পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে।

পান্থ দাসগুপ্ত, সভাপতি, জলপাইগুড়ি বইমেলা : “এবছরের বইমেলায় আমরা ঋত্বিক ঘটক ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ উদযাপন করছি। পাশাপাশি, বইয়ের সাথে স্বাস্থ্যপরামর্শের আয়োজন পাঠকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা আনবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *