জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জলপাইগুড়ি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ইভেন্টগুলি হল— ১০০, ২০০, ৪০০, ৬০০, ৮০০ মিটার দৌড়, লংজাম্প, জোড়া পায়ে দৌড় সহ অন্যান্য প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট। প্রতিটি ইভেন্টেই ছাত্রীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে এবং জমজমাট প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী থাকে উপস্থিত দর্শকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড. সুদীপ্তা শিকদার বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতাও ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই, ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও নিজেদের দক্ষতা বাড়িয়ে তুলুক।”

এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতার ক্ষেত্রেই নয়, ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

Jalpaiguri Central Higher Secondary Girls' School Annual Sports Competition Held

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *