নাবালিকার বিয়ে বন্ধ করল জলপাইগুড়ি চাইল্ড লাইন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুলাই ২০২২ : খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকার বিয়ে বন্ধ করলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও চাইল্ড লাইন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি-সহায়ক মনোজ রায় জানান, গোপন সূত্র মারফত খবর আসে যে, খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা সম্পর্ক সূত্রে মণ্ডল ঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার এক সাবালক ছেলের বাড়িতে চলে আসে এবং দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। খবর আসার পর মণ্ডল ঘাট অঞ্চলের আইনি সহায়ক সুধাংশু রায়, চাইল্ড লাইনের সুদীপ্ত গোস্বামী, আশীষ দাস, পঞ্চায়েত প্রধান কানন অধিকারী, ভিআরপি সদস্যরা সকলে মিলে ছেলের বাড়িতে এসে নাবালিকার সাথে বিয়ে যে অবৈধ তা নিয়ে আলোচনা করেন। এরপর মেয়ের বাড়ির লোকেদের খবর দেওয়া হয় ছেলের বাড়িতে আসার জন্য। প্রথমে তারা না আসতে চাইলে বাল্যবিবাহ আইন সম্পর্কে জানানোর পর মেয়ের বাড়ির লোকজন দ্রুত ছেলের বাড়ি আসে। এরপর দুই পক্ষকেই সুদীপ্ত গোস্বামী পকসো আইন ও বাল্য বিবাহ আইন সম্পর্কে বোঝান। পাশাপাশি আইন অনুযায়ী ১৮ বছর না হওয়া পর্যন্ত নাবালিকা মেয়ে নিজের বাড়িতে থাকবে এই অঙ্গীকার দুটো পরিবারকেই করানো হয়। সুদীপ্ত গোস্বামী বলেন, আমরা ছেলে মেয়ে দুজনকেই নিজেদের পরিবারের হাতে পৌঁছে দিতে সমর্থ হয়েছি এবং ওনারা নিজেদের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে এমন ভুল হলে আইনত যা ব্যবস্থা হয় সেটাই নেওয়া হবে দুটো ছেলে মেয়ের পরিবারকে সেটা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *