সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর’২৩ : শিশুদের আনন্দ দিতে এবার ওয়াল্ট ডিজনি ল্যান্ডের একশো বছর উদযাপনকে সামনে রেখে কেক তৈরি করা হল শহর জলপাইগুড়িতে। তিনদিন দিন রাত পরিশ্রম করে শহরের এক কেক প্রস্তুতকারী সংস্থা এই উদ্যোগ গ্রহণ করে সকলের নজর কেড়ে নিয়েছে। এই কেক নিলাম করার পর বিক্রি করা হবে দাবি উদ্যোক্তাদের।

বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে প্রতিবছর বিভিন্ন থিমের কেক তৈরি করে থাকে এই কেক সংস্থা। উল্লেখ্য, ইতিমধ্যে লালকেল্লা, চন্দ্রযান সহ বিভিন্ন কেক তৈরি করে শহরবাসীর নজর কেড়েছে তারা। এবছর সারা বিশ্বজুড়ে ওয়াল্ট ডিজনি ল্যান্ডের একশো বছর উদযাপনকে সামনে রেখে কেক তৈরি করে শহরবাসীকে বড়দিনের উপহার উদ্যোক্তাদের।
কেক তৈরির কারিগর তপন সরকার বলেন,”এই কেক তিনদিনে তৈরি করা হয়েছে। কাজু, কিসমিস, ময়দা, মোরব্বা, বাটার, ডিম এছাড়া বিভিন্ন খাদ্য সামগ্রী ব্যবহার করা হয়েছে।”
অন্যদিকে কেক প্রস্তুতকারী সংস্থার তরফে রঞ্জনা সাহা বলেন,”কেকে যেহেতু বিভিন্ন খাওয়ার সামগ্রী দেওয়া হয় এই কারণে বেশিদিন ধরে এই কেক তৈরি করা হয় না। তিনদিন দিন রাত পরিশ্রম করে এই কেক তৈরি করা হয়েছে।”