জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের। সমস্যার সমাধানে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও কার্যত কোনও কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি জলপাইগুড়ি পুরসভা। টোটো নিয়ন্ত্রণে ব্যর্থতার পর এবার তড়িঘড়ি করে চালু করতে চাওয়া পেইড পার্কিং ব্যবস্থাও বিতর্কের মুখে পড়ে স্থগিত করতে বাধ্য হল পুরসভা।
এই বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সী। তিনি বলেন, “শহরের যানজট সমস্যা সমাধানে পুরসভা টোটো নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এখন নতুন করে পেইড পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলেও তা পরিকল্পনার অভাবে প্রশ্নবিদ্ধ। বিষয়টি ভেবে-চিন্তে না করায় পুরবোর্ডের মুখ পুড়ছে।”

অম্লান পুরবোর্ডের সিদ্ধান্তগুলোকে মহঃ বিন তুঘলকের শাসনকালের সঙ্গে তুলনা করে বলেন, “পার্কিং ফি ঘন্টা ভিত্তিতে না করে আরও সময়সীমা বৃদ্ধি করা উচিত। এছাড়া, সাইকেলের জন্য কোনও পার্কিং ফি নেওয়া উচিত নয়। তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়ায় শহরবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে, পুরবোর্ড যদি এই উদ্যোগ সফল করতে পারে, তবে অবশ্যই তা প্রশংসার দাবি রাখে।”
গত ৩ জানুয়ারি জলপাইগুড়ি পুরসভা শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং বোর্ড বসায়। ঘোষণা অনুযায়ী, ৬ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শহরবাসীর তীব্র প্রতিবাদ এবং বিষয়টি নিয়ে শুরু হওয়া বিতর্কের জেরে পুরসভা এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে।
সোমবার শহরের যানজট সমস্যা ও পেইড পার্কিং ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শহরের সমস্ত ওয়ার্ডের প্রতিনিধি, সদর ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী, ট্রাফিক আইসি অমিতাভ দাস এবং কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখনই পেইড পার্কিং ব্যবস্থা চালু করা হবে না। আগামী ১০ জানুয়ারি শহরের একাধিক স্থান চিহ্নিত করতে পুরসভা পুনরায় কাজ শুরু করবে। সমস্ত পার্কিং জোন সঠিকভাবে চিহ্নিত করার পরেই এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
জলপাইগুড়ি শহরের যানজট সমস্যার সমাধানে প্রয়োজন সুপরিকল্পিত উদ্যোগ। পেইড পার্কিং ব্যবস্থা শহরের যানজট নিরসনে সহায়ক হতে পারে, তবে তা চালু করার আগে সঠিক পরিকল্পনা ও জনগণের মতামত নেওয়া জরুরি। পুরসভা যদি সঠিকভাবে এই উদ্যোগ বাস্তবায়িত করতে পারে, তবে তা শহরবাসীর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে।