জলপাইগুড়ি শহরের কেবল তার সরানোর অভিযান: জেলা শাসকের নির্দেশে সৌন্দর্যায়নের উদ্যোগ

জলপাইগুড়ি: শহরের বিভিন্ন মোড় ও প্রধান সড়কে কেবল সংযোগের তারের জটলা দীর্ঘদিন ধরে জলপাইগুড়ির দৃশ্য দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবার জেলা শাসকের নির্দেশে এবং পুরসভার উদ্যোগে এই তারগুলো সরানোর কাজ শুরু হয়েছে। সাত দিনের মধ্যে শহরের সমস্ত ক্রস কানেকশন থাকা তার পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক।

মঙ্গলবার থানা মোড় এলাকা থেকে এই অভিযানের সূচনা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র, ওএস তাপস দত্তসহ আরও অনেকে। এই উদ্যোগে কেবল অপারেটর সংস্থাগুলিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

জলপাইগুড়ি পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র জানিয়েছেন, “শহরের দৃশ্য দূষণ রোধে এবং সৌন্দর্যায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।”

কেবল অপারেটর উৎপল ঘোষ বলেন, “আমরাও চাই শহরের উপরে এবং নীচে—দুই দিকই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই অভিযানে অংশগ্রহণ করে আমরা গর্বিত।”

শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো, যেমন কদমতলা মোড়, থানা মোড়, প্রভাত মোড়, বড় পোস্ট অফিস, শান্তিপাড়া মোড়, এবং বেগুনটারি মোড়ে দীর্ঘদিন ধরেই কেবল সংযোগের তারের জটলা দৃশ্য দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই অভিযানের মাধ্যমে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন কেবল অপারেটর সংস্থার সদস্যরা পুরসভার পক্ষ থেকে গৃহীত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের সহায়তায় ইলেকট্রিক পোল ও ফোন পোস্ট থেকে তারের জটলা পরিষ্কার করা হয়। এই উদ্যোগ ভবিষ্যতে শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি নাগরিক পরিষেবার মান উন্নত করার পথে এক বড় পদক্ষেপ।

জলপাইগুড়ি পুরসভার এই পদক্ষেপ শহরের সৌন্দর্য রক্ষায় একটি দৃষ্টান্ত স্থাপন করল। আশা করা যায়, এই উদ্যোগ শহরবাসীর জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *