নাবালিকাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা, জলপাইগুড়ি পকসো আদালতের নির্দেশ (ভিডিও সহ)

জলপাইগুড়ি : নাবালিকাকে ধর্ষণের অপরাধে
অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। বুধবার বিচারক রিন্টু শুর অভিযুক্তকে এই সাজা ঘোষণা করেন। পাশাপাশি ভিক্টিমকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনা ঘটে ২০২১ সালে ধূপগুড়িতে। অভিযুক্ত ছিলেন নাবালিকার প্রতিবেশী। সেদিন সকালে দেশলাই চাইতে নাবালিকার বাড়িতে ঢুকে সে নাবালিকাকে একা পেয়ে মুখ বেঁধে মেঝেতে ফেলে ধর্ষণ করে। ঘটনাটি এক প্রতিবেশী যুবক দেখে ফেললে, অভিযুক্ত তাকে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Jalpaiguri court announces life sentence for rape of minor girl

নাবালিকার বাবা-মা মাঠে কাজ করতে গিয়েছিলেন। প্রতিবেশীর থেকে খবর পেয়ে তারা বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন। এরপর ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।

এই মামলায় মোট ১১ জন সাক্ষী ছিলেন। সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বুধবার বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দেন এবং ভিক্টিমকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন জলপাইগুড়ি পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত।

এই রায় সমাজে নাবালিকাদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *