জলপাইগুড়ি: মঙ্গলবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় জলপাইগুড়ি শহর ও আশপাশের এলাকা। কুয়াশার কারণে সড়কপথে যান চলাচল কঠিন হয়ে পড়েছে। গাড়ির চালকরা সামনের গাড়ি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। শহরের বেশ কিছু সড়কে গাড়ির গতি কমে গিয়েছে ৪০ কিমি/ঘণ্টার নিচে।

শহরের তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। কুয়াশার সঙ্গে ঠান্ডার প্রকোপে ভিজে যাচ্ছে পরিবেশ। শীতের এই পরিস্থিতিতে শহরবাসীদের জীবনযাত্রা কিছুটা ব্যাহত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর ভেদ করে রোদের দেখা মিলেছে।
তবে রোদের উপস্থিতি শীতের কামড়কে পুরোপুরি কমাতে পারেনি। এমন আবহাওয়ায় জলপাইগুড়ির বাসিন্দারা শীতের আরও একটি কঠিন পর্ব মোকাবিলা করছেন।