জলপাইগুড়ি : ক্রিকেটের ময়দানে বড় সুযোগ পেতে চলেছে জলপাইগুড়ির উদীয়মান ক্রিকেটাররা। সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) পরিচালিত আন্ডার-১৫ ইন্টার-ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে চন্দননগর যাচ্ছে জলপাইগুড়ি জেলা দল। আগামী ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে রাজ্যের বিভিন্ন জেলার তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা (DSA) পরিচালিত ইউনিফর্ম কোচিংয়ের মাধ্যমে ২৫ জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই ২৫ জনের মধ্য থেকে ১৬ জনের চূড়ান্ত দল গঠন করা হবে, যারা ১৪ ফেব্রুয়ারি চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেবে।
এই নির্বাচিত ২৫ জনের মধ্যে আলিপুরদুয়ার, ফালাকাটা, বীরপাড়া এবং বানারহাটের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন।

জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মন্ডল বলেন,
“আমাদের খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা আশাবাদী, চন্দননগরে ভালো পারফর্ম করবে দল। তরুণ ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ এবং তারা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”
জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এই প্রতিযোগিতায় ভালো পারফর্ম করে রাজ্য ও জাতীয় পর্যায়ের ক্রিকেটে নিজের জায়গা করে নেবে জেলার তরুণ প্রতিভারা। এখন শুধু সময়ের অপেক্ষা, মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার!