সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ অক্টোবর’২৩ : হীরক জয়ন্তী বর্ষে জলপাইগুড়ির দিশারী ক্লাব। এবছর দুর্গাপূজোয় শহরবাসীকে তারা বিশেষ চমক দিতে চলেছেন। এবছর তাদের বিশেষ আর্কষণ “মাটির টানে মায়ের কাছে”।

দর্শকদের মন কেড়ে নিতে এবারও নতুন থিম তুলে ধরেছেন উদ্যোক্তারা। মণ্ডপ তৈরি করছেন মেদিনীপুর থেকে আগত শিল্পীরা। দিশারী ক্লাবের এবারের দুর্গাপূজা ৬০ তম বর্ষে পদার্পণ করেছে। দিশারী ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের পুজো কমিটির সম্পাদক পিনাক প্রিয় ভট্টাচার্য্য বলেন, মূলত পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই পুজোর প্যান্ডেল তৈরী করা হচ্ছে।

যেমন উলুখাগরা, পোড়ামাটির বিভিন্ন কাজ, বাঁশ, কাঠ, কাপড়সহ অন্যান্য উপকরণ। তিনি আরও বলেন, মন্ডপের বেশিরভাগই উলুখাগরা দিয়ে তৈরী করা হবে।

প্রতিমাতেও বিশেষত্ব থাকছে। নতুন চিন্তা ভাবনা নিয়ে এবারের ধরনের পুজো করতে চলেছে দিশারী ক্লাব। চর্তুথীতে হবে পুজোর উদ্বোধন। পুজোর দিনগুলিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অষ্টমীর দিন ক্যানসার সচেতনতা নিয়ে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
