রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে মাতাল বলে কটাক্ষ জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতির

রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে মাতাল, মুখ্যমন্ত্রীকে পাগল বলে কটাক্ষ জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর। তৃণমূলের প্রতিক্রিয়া – বিজেপি পাগলের প্রলাপ বকছে।

সংবাদদাতা, জলপাইগুড়ি : ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট ৮ জুলাই। আজ শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে ! চলবে ১৫ জুন পযর্ন্ত। মনোনয়ন পত্র যাচাই ১৭ জুন। মনোনয়ন প্রত‍্যাহারের শেষ দিন ২০ জুন। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মাতাল। ভোটের নামে প্রহসন চলছে। এদিন সদর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী। ভোট ঘোষণা হতে না হতেই শুক্রবার থেকেই নমিনেশন জমা দেওয়ার কথা বলা হলেও বিডিও অফিসগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেন তিনি। সেই নিয়ে শাসক দলের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি। এদিন দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে একহাত নেন তিনি। এনিয়ে সাংবাদিকের সামনে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন বাপি। তার কথায়, নির্বাচন কমিশনার মদ্যপ অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছেন। পেছনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ রয়েছে বলে তার দাবি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে পাগল বলে কটাক্ষের সুর শোনা যায় তার গলায়।

এদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ টেলিফোনে জানান, বিজেপি পাগলের প্রলাপ বকছে। তৃণমূলের নব জোয়ার দেখে বিজেপি নেতৃত্বের মাথা খারাপ হয়ে গেছে তাই এমন উল্টোপাল্টা বলছেন। এদিন নমিনেশন দিতে আসা নগর বেরুবাড়ির বিজেপির এক কর্মী বাবলু নন্দী জানান, গতবার দেখেছি নমিনেশন জমা দিতে খুব গন্ডগোল হয়েছে। নমিনেশন জমা দিতে দেয়নি অনেককেই বলে অভিযোগ করেন তিনি। মারামারিও হয়েছে। সে জন্য এবার গন্ডগোল এড়াতে প্রথম দিনেই নমিনেশন জমা দিতে এসেছি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বলে তিনি জানান । গতকাল পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষণা হয়ছে। আজ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *