তৃণমূলের আন্দোলনকে “চোরেদের মিছিল” বলে কটাক্ষ জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতির

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জুন ২০২২ : দলের সর্বোচ্চ নেত্রীর উত্তরবঙ্গ সফরের ঠিক আগেই ১০০ দিনের কাজের টাকার দাবিতে জেলা জুড়ে করা তৃণমূলের আন্দোলনকে “চোরেদের মিছিল” বলে কটাক্ষ জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতির।

সোমবার বিশেষ বিমানে হাসিমারা বিমান ঘাঁটিতে নেমে তিন দিনের উত্তরবঙ্গ সফর শুরু করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে আলিপুরদুয়ার যাবেন তিনি, পরবর্তীতে মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে রবিবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা কর্মীরা একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দ্বারা রাজ্য সরকারকে দেওয়া বন্ধ করার বিরুদ্ধে মিছিল সমাবেশ করে প্রতিবাদ জানায়।

তৃণমূলের এই আন্দোলনকে কার্যত “চোরেদের মিছিল” বলে কটাক্ষ করেছেন জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ। রবিবার রাতে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এটা আসলে চোরদের মিছিল। আজ যারা একশো দিনের টাকা চাইছে, তারা আগে বিগত বছরগুলোতে একশো দিনের কাজ বাবদ যে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে তার হিসেব দিক। আসলে এখন আরো টাকা চাই চুরি করার জন্য, আর সেই টাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গুলি, বোমা, বন্দুক কিনবে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *