আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বালনে শোকস্তব্ধ জলপাইগুড়ি জেলা কংগ্রেস

জলপাইগুড়ি, ১২ জুন: গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রী ও কর্মীদের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। জেলার রাজীব ভবন প্রাঙ্গণে আয়োজিত এই শোকজ্ঞাপন সভায় অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত, সহ-সভাপতি অসীম তরফদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এদিন গুজরাট থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ক্রু সহ ২৪২ জন যাত্রী নিয়ে উড়ান তোলার কিছুক্ষণের মধ্যেই জনবহুল এলাকায় ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ধরে যায়। একজন যাত্রী বাদে পাইলট, কো-পাইলট সহ সকলেই প্রাণ হারান এই মর্মান্তিক দুর্ঘটনায়।

জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন— “এ এক জাতীয় শোক। আজকের এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাঁদের পরিবার-পরিজনের প্রতি রইল আমাদের সমবেদনা। এই কঠিন সময়ে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমরা তাঁদের পাশে আছি।”

এই মানবিক ক্ষতির প্রেক্ষিতে গোটা জলপাইগুড়ি জুড়ে শোকের ছায়া। মোমবাতির আলোয় এক মুহূর্তের নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় মৃতদের উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *