সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জুলাই’২৩ : তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ অগষ্ট জলপাইগুড়ি জেলার বিজেপি সাংসদ বিধায়ক ও নেতাদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করা হবে। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদ জানিয়ে শান্তি শৃঙ্খলা বজার রেখে বিজেপি প্রতিনিধিদের বাড়ির একশো মিটারের মধ্যে অবস্থান বিক্ষোভ চলবে দিনভর। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবু পাড়ার জেলা তৃণমূল কার্যালয়ে জেলার নেতা ও ব্লকের নেতাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্য সরকারের সঙ্গে আর্থিক বঞ্চনা করে যাচ্ছে। একশো দিনের টাকা প্রায় দুই বছর থেকে বন্ধ। গ্রামের মানুষরা একশো দিনের কাজ না পেয়ে বিপাকে পরেছেন। কিন্তু বিজেপি নির্বাচিত সাংসদ, বিধায়করা অন্যদিকে নেতারা একশো দিনের কাজ নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না। উল্টে রাজ্য সরকারের সঙ্গে আর্থিক বঞ্চনা করা হচ্ছে। ঐদিন বিভিন্ন ব্লকের নেতা কর্মীদের সাংসদ, বিধায়ক ও বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর বাড়ির সামনে প্রতীকি ধর্ণা অবস্থান বিক্ষোভ চলবে বলে জানালেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন,”সব জায়গায় সঙ্গে জলপাইগুড়িতেও দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে।”
