জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : শুক্রবার জলপাইগুড়ি জেলার ৯০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। দীর্ঘ প্রায় দশবছর পর জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে বলে সূত্রের খবর। আগামী ২৭শে ফেব্রুয়ারি থেকে প্রতিটি সার্কেল অফিসে শিক্ষক-শিক্ষিকাদের আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হবে এবং ৬ই মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।

Jalpaiguri District Primary Schools Recruitment Notification Issued

এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি লইখ্যমোহন রায় বলেন, সার্কেল স্তরে সিনিয়ারিটি অনুযায়ী হেড টিচার প্যানেল তৈরি হবে। সেই প্যানেল ডিপিএসসিতে আসার পর কাউন্সিলিং-এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। অন্যদিকে, হেড টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য সংগঠনের তরফে শিক্ষা দপ্তর, পর্ষদ এবং ডিপিএসসি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি স্বপন বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *