নিজেকে উপেক্ষিত মনে করে ক্ষোভ প্রকাশ তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক অজয় সাহার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ মার্চ’২৪ : সংগঠনের পদাধিকারীদের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার। উল্লেখ্য, সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “দল যারা নেশায় করে, তাদের দাম নেই, যারা পেশায় করে তারা মূল্যবান।”

এই প্রসঙ্গে আজ তাকে প্রশ্ন করা হলে অজয় বলেন, তিনি এবং তার মতো অনেকেই আছেন যারা ভালোবেসে ও নেশায় দলটি করছেন, তারা আজ উপেক্ষিত। তাদের দল থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের তীর যে বর্তমান জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রীর দিকে, তা তার বক্তব্যেই তিনি স্পষ্ট করেছেন। অজয়ের আরও অভিযোগ, কিছু নেতা আছেন যারা সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই আছেন যারা দলটিকে ভাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা না হলে জেলা পার্টি অফিসে আগামী ব্রিগেড সমাবেশ নিয়ে যুবদের যে বৈঠক ছিল, সেখানে তিনি ডাক পেতেন। তার মতো অনেকেই সেই বৈঠকে ডাক পাননি। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলের মধ্যে থেকে যারা এভাবে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করুক, চাইছেন অজয়।

Jalpaiguri district secretary of the Trinamool Youth Congress feels ignored

এদিকে যাবতীয় অভিযোগ প্রসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী বলেন, কে কোথায়, বাড়িতে বসে কি বলছেন জানা নেই। তৃণমূল দলটি এখন অনেক বড়। বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মীরা কাজ করে চলেছেন। তারা আগামী লোকসভা নির্বাচন নিয়ে ভাবছেন। যিনি প্রার্থী হবেন তাকে জেতানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *