শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন জলপাইগুড়ি তৃণমূল কিষান ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ। শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনই জানালেন দুলাল বাবু। উল্লেখ্য, শুক্রবার শহরের মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুলাল বাবু সহ বেশ কিছু তৃণমূল নেতার নাম উল্লেখ করে বলেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তাদের তদন্ত করে তাহলে কোথায় যাবেন তারা!! এরই পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। আগামী সোম, মঙ্গল বা বুধবারের মধ্যেই তিনি এই মামলা করতে চলেছেন বলে জানালেন। দুলাল বাবুর অভিযোগ, সিবিআই ও ইডি বর্তমানে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকার দ্বারা পরিচালিত। বাংলায় ইডি ও সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবেনা বলে দাবি তার। বিজেপি নেতৃত্ব এখন হতাশায় ভুগছেন। শুভেন্দু বাবু গতকাল তার বক্তব্যে আমার নাম সহ আমাদের দলের বেশ কিছু নেতার নাম উল্লেখ করেছেন। আদালত বলে একটি বিষয় রয়েছে। তাই আইনি পদ্ধতিতেই এর জবাব দেওয়া হবে বলে জানান তিনি। টাকা নেওয়া সহ যেসব অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে আদালতে তাকে প্রমাণ করতে হবে। জেলার বিরোধী নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্য; আমি আপনাদের প্রত্যেকের দাগ নম্বর ও খতিয়ান নম্বর জানি। আমার বিরুদ্ধে যদি এক টাকারও দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আমি নাকে খড় দেবো। আর “উনি” যদি আমার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেন, তাহলে আমি শুধু রাজনীতি থেকে সন্ন্যাস নেব না, ওই নেতার জুতো আমি কপালে ঠেকাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *