সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর : অবশেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন জলপাইগুড়ি তৃণমূল কিষান ক্ষেত মজদুর কমিটির জেলা সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ। আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনই জানালেন দুলাল বাবু।
উল্লেখ্য, গত শুক্রবার শহরের মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুলাল বাবু সহ বেশ কিছু তৃণমূল নেতার নাম উল্লেখ করে বলেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তাদের তদন্ত করে তাহলে কোথায় যাবেন তারা!! পূর্ব ঘোষণা মত আজই আইনজীবী সেলিনা বেগমের মাধ্যমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়। দুলাল বাবু বলেন, এই নোটটিসের সঠিক জবাব না দেওয়া হলে, শুভেন্দু বাবুর বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করা হবে। দুলাল বাবু আরো বলেন, বিরোধী দলনেতার অভিযোগ: আমি সহ আমার মত বেশ কিছু তৃণমূল নেতা নাকি তোলা আদায় করে এবং এর সিংহভাগ রাজ্যকে পাঠায়। এর তীব্র বিরোধিতা আমি করছি। আজ জলপাইগুড়ি নবাব বাড়ি কোর্টে আইনজীবী সেলিনা বেগম ম্যাডামের মাধ্যমে এই আইনি নোটিশ বিরোধী দলনেতার পোস্টাল এড্রেসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে শুভেন্দু বাবুর কাছ থেকে যদি এর সদুত্তর না পাই বা তিনি যদি এ বিষয়ে ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে এই এক কোটি টাকার মামলা করা হবে। পাশাপাশি ক্রিমিনাল ও সিভিল দুটি ক্ষেত্রেই মামলা করা হবে বলে জানান তিনি।