জলপাইগুড়ি : বাংলা ডেফ ক্রীড়া সংস্থার উদ্যোগে জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার পক্ষে আয়োজিত তৃতীয় রাজ্য ডেফ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। রবিবার ফাইনাল রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হয়।
পুরুষ সিঙ্গেলস : জলপাইগুড়ির প্রত্যুষ ভট্টাচার্য ফাইনালে অভিষেক বসুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। তৃতীয় স্থান অধিকার করেন নদীয়ার সাহেব সরকার ও উত্তর কলকাতার অরিজিৎ পাল।

মহিলা সিঙ্গেলস : ফাইনালে জলপাইগুড়ির জুঁই সরকার একই জেলার রিয়া রায়কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন। তৃতীয় স্থান পান জলপাইগুড়ির অপর্ণা চক্রবর্তী ও উত্তর ২৪ পরগনার লাভলি প্রধান।
পুরুষ ডাবলস : চ্যাম্পিয়ন হন জলপাইগুড়ির প্রত্যুষ ভট্টাচার্য ও নদীয়ার সৌভিক মুখার্জি। রানার্স আপ হন অভিষেক বসু ও উত্তর কলকাতার অরিজিৎ পাল। তৃতীয় স্থান অর্জন করেন দক্ষিণ ২৪ পরগনার আকাশ নস্কর ও নদীয়ার সাহেব সরকার এবং নদীয়ার দেবাশিস বিশ্বাস ও বাচ্চু খাঁ।
মিক্সড ডাবলস : ফাইনালে চ্যাম্পিয়ন হন জলপাইগুড়ির প্রত্যুষ ভট্টাচার্য ও দার্জিলিংয়ের টুম্পা দাস। রানার্স আপ হন অভিষেক বসু ও জুঁই সরকার। তৃতীয় স্থান পান অনামিকা বিশ্বাস-সাহেব সরকার এবং অপর্ণা চক্রবর্তী-বাচ্চু খাঁ জুটি।
বিশেষ সম্মান : পারফরমেন্সের সেরা শিরোপা পান প্রত্যুষ ভট্টাচার্য।
উপস্থিত বিশিষ্টজনেরা : মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্বাতী মিত্র মজুমদার, বাংলা ডেফ ক্রীড়া সংস্থার সভাপতি প্রবীর দে সরকার, জিগপা সম্পাদক রতন গুহ এবং জেলা ডেফ ক্রীড়া সংস্থার সভাপতি শ্বাশ্বতী গুহ রায়।
জলপাইগুড়ির প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় দাপট দেখিয়ে সেরা হয়ে ওঠেন, যা দর্শকদের মুগ্ধ করে।