জলপাইগুড়ি : জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দফতরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠল জাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে দেওয়ার গুরুতর অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ওষুধের দোকানে কর্মরত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার শংসাপত্র (এক্সপিরিয়েন্স সার্টিফিকেট) যাচাই করার দায়িত্বে থাকেন ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টররা। কিন্তু সেই দায়িত্ব পালনের বদলে, অসত্য নথি তৈরি করতে সহযোগিতা করার বিনিময়ে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে।

জানা গেছে, অভিযোগ প্রকাশ্যে আসার আগেই অভিযুক্ত ইন্সপেক্টর ছুটিতে চলে গেছেন। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দফতরের অভ্যন্তরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা অস্বস্তিতে পড়েছেন।

বিষয়টি নিয়ে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমিত সাহা জানিয়েছেন, “অভিযোগ গুরুতর। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাজ্যে জাল ওষুধ ব্যবসা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে। এর মধ্যে সরকারি দফতরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মনে ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।