সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জানুয়ারি’২৪ : অযোধ্যায় পূজিত হচ্ছেন রাম, জলপাইগুড়ি ভাসলো অকাল দীপাবলির আলো এবং শান্তির বাণীতে। সোমবার সন্ধ্যা নামার আগে থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন আশ্রম সহ পাড়ার মোড়ে আড্ডা দেওয়া নতুন প্রজন্মের হাত দিয়ে জ্বলে উঠতে দেখা যায় মোমবাতি, প্রদীপ। রামকৃষ্ণ মিশনের প্রবেশ গেট থেকে মূল মন্দির সেজে উঠেছে মঙ্গল প্রদীপের আলোর রোষনাইয়ে।

শহরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে সমবেত মহিলাদের মূখে ওম উচ্চারণের মধ্যে দিয়ে এক অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। শহরের টাওয়ার মোড়ে রোজকার আড্ডায় জমায়েত হওয়া নতুন প্রজন্মের সদস্যেরা মোমবাতি প্রজ্বলন করে বিশ্ব শান্তির কামনা করার পাসাপাসি রাম মন্দিরের উদ্বোধনের খুশিতে আত্মহারা।