ফের জলপাইগুড়ি শহরে ফুটপাত দখলমুক্ত অভিযান পুরসভা ও পুলিশ প্রশাসনের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট’২৩ : জলপাইগুড়ি শহরে ফুটপাত অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে বচসার অভিযোগ উঠল কোতোয়ালি থানায় পুলিশ ও পুরসভার প্রতিনিধিদের। বার বার সচেতন করার পরেও একাংশ ব্যবসায়ী রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। কিছুদিন আগে পুরসভার তরফে অভিযান নেমে সকল ব্যবসায়ীদের সর্তক করা হয়েছিল। অভিযান বন্ধ হতেই আবারও রাস্তার একাংশ ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যায়।

সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে শহরের ব্যস্ততম দিনবাজার সেতু সংলগ্ন এলাকায়। রাস্তা ও ফুটপাত দখলের জেরে প্রতিদিন যানজটের সমস্যা বাড়ছে। শনিবার পুরসভার প্রতিনিধি পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে বের হয়। কেউ রাস্তার উপর দোকানের সামগ্রী নিয়ে বসেছিলেন আবার অনেকে ব্যবসায়ী দোকানের সামগ্রী ফুটপাত দখল করে ব্যবসা করে যাচ্ছিলেন। ব্যবসায়ীদের সামগ্রী বাজেয়াপ্ত করা হয় অন্যদিকে একাধিক ব্যবসায়ীদের সর্তক করা হয়। এই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বচসার বেধে যায় প্রশাসনের।

Jalpaiguri free sidewalk encroachment campaign

পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন,”শহরের রাস্তা যাতায়াত করা যাচ্ছে না ফুটপাত দখলের জেরে। এই কারণে অভিযান করা হল ও সর্তক করা হল ব্যবসায়ীদের। এ দিন কিছু ব্যবসায়ীদের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। আবারও অভিযান চলবে প্রয়োজনে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি ফুটপাত ও রাস্তার রাখা দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *