জলপাইগুড়ি : রাজ্যজয়ী সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে জলপাইগুড়ি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত রাজ্য অনুর্ধ্ব-১৪ মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়ি জেলা দল। ফাইনালে নদিয়াকে ৮ পয়েন্টে হারিয়ে ঘরে তোলে চ্যাম্পিয়নশিপ ট্রফি।
মঙ্গলবার বাড়ি ফেরার পথে জলপাইগুড়ি রেলস্টেশনে নেমেই সংবর্ধনায় ভাসল জয়ী কন্যারা। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে তাদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন অভিভাবক, ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
এদিন ছাত্রীদের চোখেমুখে ছিল আনন্দ আর গর্বের ছাপ। তাদের এই সাফল্যে গোটা জেলাজুড়ে খুশির হাওয়া বইছে। যদিও ছেলেদের দল সেমিফাইনালে হার মেনেছে, তবু মেয়েদের জয় জলপাইগুড়িকে এনে দিয়েছে গর্বের আসন।