সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ আগস্ট : জলপাইগুড়ি গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজের হীরকজয়ন্তী পূর্তি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল শহরে। শনিবার কলেজ ক্যাম্পাস থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে এবং শেষ হয় ফনিন্দ্রদেব স্কুল প্রাঙ্গণে।

এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ছোট ছোট পড়ুয়া সহ কলেজের বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। এবিষয়ে আজ কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন, হীরক জয়ন্তী উপলক্ষে আজ এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হল। অধ্যাপক সৌপায়ন মিত্র বলেন, সকল বর্তমান, প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ অভিভাবক,

আমাদের কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা শিক্ষা প্রদান করা ছোট শিশুরা সহ সকল শিক্ষক, অশিক্ষক কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন বলে তিনি জানান।