সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ জুলাই’২৩ : সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলছত্রের ব্যবস্থা করল মারোয়াড়ী যুব মঞ্চের জলপাইগুড়ি গ্রেটার শাখা জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কে গোশালা মোড়ে। উল্লেখ্য এখানে বাসষ্ট্যান্ড রয়েছে, সাধারণ মানুষের জলের প্রয়োজন হয়। তাই জলের ব্যবস্থা করা হল উদ্যোক্তাদের পক্ষ থেকে। রবিবার জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপত এই অমৃত ধারার উদ্বোধন করেন।
এদিন ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, মারোয়াড়ী যুব মঞ্চের কর্মকর্তারা সহ অন্যান্যরা।
জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপত জানান গোশালা মোড় জাতীয় সড়কের একটা গুরুত্বপূর্ণ চৌরাস্তা ও বাসষ্টান্ড রয়েছে। এখান দিয়ে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। জল ছত্র করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। মারোয়ারী যুব মঞ্চ আমাদের প্রস্তাব স্বীকার করে। আজ পানীয় জলের ব্যবস্থা করে দিল।