পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের শীতের মেজাজে জলপাইগুড়ি

সংবাদদাতা, জলপাইগুড়ি : পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুক্রবার থেকেই পারদ আবার নেমেছে কিছুটা। শনিবার ভোর থেকেই হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার চাদরে মোরা জলপাইগুড়ি সহ ডুয়ার্স। মাঘ মাসের এমন আবহাওয়াই পছন্দ জলপাইগুড়ি শহরের বাসিন্দা দেবাশীষ নাগের। প্রাতঃভ্রমণে বেরিয়ে বেশ উপভোগ করছেন মাঘের এই শীত। সপ্তাহের শেষ দিন হলেও কুয়াসার চাদরকে সরিয়ে মাঠে যেমন চলছে খুদেদের শারীরিক কসরত তার পাশাপাশি দৈনন্দিন কাজের তাগিদেও পথে ছুটছে আম জনতা। ঠান্ডা ফিরতেই আবার জলপাইগুড়ি শহরের চায়ের দোকানে সকালে ভিড় লক্ষ করা গেল। গরম চায়ে চুমুক দিয়ে একটু গরম হওয়ার চেষ্টা আর কি। তবে শীতকে শুধু উপভোগ করাই নয়, ঠান্ডা প্রসঙ্গে দেবাশীষ বাবুর ইচ্ছে আরও কিছু দিন থাকুক এমন শীতের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *