জলপাইগুড়ি, ২৫ বৈশাখ : “কবি শুধু কবি নন, জাতির পথপ্রদর্শক”— এই বার্তা নিয়ে আজ রবীন্দ্রজয়ন্তীতে আলোকিত হল জলপাইগুড়ি শহরের দুই কেন্দ্র। একদিকে শহরের প্রয়াস হলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করল জলপাইগুড়ি পুরসভা, অন্যদিকে জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল “কবিপ্রণাম” অনুষ্ঠান, জেলাপরিষদ অডিটোরিয়ামে।
পুরসভার প্রয়াস হলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পুরমাতা পাপিয়া পাল। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথের চিরকালীন প্রাসঙ্গিকতা ও জীবনদর্শনের কথা। এরপর গান, আবৃত্তি ও নৃত্যে ভরে ওঠে মঞ্চ, ফুটে ওঠে ‘রবীন্দ্রভাবনার’ উজ্জ্বল রূপ।
অন্যদিকে, জেলাপরিষদ অডিটোরিয়ামে সকাল থেকেই উৎসবের আবহ। “কবিপ্রণাম” অনুষ্ঠানে রবীন্দ্রপ্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। রবীন্দ্রনৃত্য, আবৃত্তি ও সুরে-সুরে রবীন্দ্রসঙ্গীতে ভরে ওঠে সভাঘর। উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস।
স্বরূপ বিশ্বাস বলেন, “রবীন্দ্রনাথ আমাদের মননের ভরসা। নতুন প্রজন্ম তাঁকে জানুক, ভালোবাসুক—এই চেষ্টাতেই এই আয়োজন।”