সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ নভেম্বর : টোটোর যাত্রী ভাড়া বৃদ্ধির দাবিতে ফের আন্দোলনে নামলো জলপাইগুড়ি সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। শুক্রবার শহরে দেশবন্ধুপাড়ার মোড়ে জমায়েত হয়ে শহর জুড়ে মিছিল করে কদমতলা মোড়ে হাজির হয়ে অবরোধে সামিল হলেন প্রায় শতাধিক টোটো। শহর জূড়ে যানজটের নাকাল শহরবাসী।

ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ। দাবি গুলোর মধ্যে রয়েছে, টোটোর যাত্রীভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সরকারি অর্ডার দিতে হবে। টোটো চালকদের পুরসভার তরফে নতুন পরিচিতি পত্র (কার্ড) প্রদান করতে হবে। শহরে টোটো যাতায়াতের জন্য পুরসভার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে। উল্লেখ্য টোটো জটিলতা কাটছে না জলপাইগুড়ি শহরে। ‘বার কোড’ যুক্ত টোটো চালকদের আই কার্ড দেওয়া হচ্ছে না এবং টোটো ভাড়া বৃদ্ধি কার্যকর হয়নি বলে অভিযোগ সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের। সিটু অনুমোদিত ইরিকশা চালক ইউনিয়ন সম্পাদক শুভাশিস সরকার বলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতিতে টোটোর যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত করার পরেও ভাড়া বাড়ানো হয়নি। আই কার্ড বিলি করতে হবে। যতক্ষণ না পুর কর্তৃপক্ষ যাত্রী ভাড়া নিয়ে সিদ্ধান্ত করবে না ততক্ষণ আন্দোলন ও রাস্তা অবরোধ চলবে। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন- কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, ইতিমধ্যে বার কোড সিস্টেম তৈরির প্রক্রিয়া চালু রয়েছে। অতি শ্রীঘ্রই বার কোড চালু করা হবে বলে জানান সন্দীপ বাবু ।