জলপাইগুড়ি : পুজোর আগেই বাজির বাজারে কড়া নজরদারি শুরু করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের দিনবাজার এলাকায় হানা দিয়ে লাইসেন্সবিহীন এক বাজির দোকানে অভিযান চালায় পুলিশ। ওই দোকান থেকে বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ সূত্রে খবর, দোকানটির বৈধ লাইসেন্স ছিল না। অন্যদিকে, ব্যবসায়ীর দাবি, বাজেয়াপ্ত হওয়া বাজিগুলি কোনও নিষিদ্ধ শব্দবাজি নয়, বরং পরিবেশবান্ধব গ্রিন ক্র্যাকার্স। তাঁর অভিযোগ, “২০২১ সাল থেকে নতুন বাজির লাইসেন্স দেওয়া হচ্ছে না। দোকানে যা ছিল সবই গ্রিন ক্র্যাকার্স, অথচ পুলিশ সেগুলিও বাজেয়াপ্ত করেছে।”
পুজোর মুখে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বাজার এলাকায়। এখন দেখার বিষয়, বাজি বিক্রেতাদের দাবি কতটা সত্যি প্রমাণিত হয় এবং পুলিশি তদন্তে কী উঠে আসে।