জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে সংবর্ধনা তৃণমূল কংগ্রেসের (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে সংবর্ধনা সদর ব্লক এক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে। সোমবার কমিটির নেতাকর্মীরা এই সম্বর্ধনা দেন আইসি সঞ্জয় দত্তকে।

Jalpaiguri Kotwali police station's new IC is welcomed by Trinamool Congress

এই সংবর্ধনা প্রসঙ্গে সদর ব্লক ১ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল রায় বলেন, মাদারের পাশাপাশি সদর ব্লক ১ এর যুব তৃণমূল কংগ্রেসের তরফেও এই সংবর্ধনা দেওয়া হল আমাদের নতুন আইসি সঞ্জয় দত্তকে। সদর ব্লকের কোতোয়ালি থানার অভ্যন্তরে যে সব অঞ্চল পড়ছে সেই সমস্ত জায়গায় যাতে ভালোভাবে উনি কাজ করতে পারেন তার জন্য আমাদের আইসি সাহেবকে সংবর্ধনা দেওয়া হলেও বলে জানান তিনি। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে যুব সভাপতি পাপ্পু রহমান, সুভাষ চন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *