লক্ষাধিক টাকার চুরি যাওয়া সোনার গয়না, ল্যাপটপ সহ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ

সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি কোতয়ালী থানার সাদা পোশাকের পুলিশের বড় সাফল্য। উল্লেখ্য গত ২৭শে নভেম্বর চড়কডাঙ্গির এক পরিবার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগে জানালা ভেঙে দুষ্কৃতী সোনার গয়না ও বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের নাম সুবোধ রায়, সুবোধ বাহাদুরের ফৌজদার পাড়ার বাসিন্দা। জেরায় চুরির ঘটনা স্বীকার করেছে ধৃত বলে জানা গেছে পুলিশ সূত্রে। উদ্ধার হয়েছে চুরি হওয়া সোনার একটি সীতা হার, তিন জোড়া কানের দুল, সোনার বালা, সোনার চেন, লকেট।

Jalpaiguri Kotyali police arrested the miscreant with stolen gold jewellery laptop

সঙ্গে একটি ল্যাপটপ ও ট্যাব। যার বাজার মুল্য দুই লক্ষ টাকা। জলপাইগুড়ি কোতয়ালী থানাট আইসি অর্ঘ্য সরকার বলেন,”চুরির সোনা উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *