জলপাইগুড়িতে কৃষ্ণকুমার কল্যানী ও ডা. অনুপম সেনের নামে রাস্তার নামকরণ (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি’২৪ : পূর্ব ঘোষণা অনুযায়ী জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আরও দুটি রাস্তার নামকরণ করা হল শনিবার।

এদিন কৃষ্ণকুমার কল্যানী সরণী এবং ডা. অনুপম সেন সরণী নামে রাস্তা দুটির নামকরণ করা হয়। এ নিয়ে পুরসভার উদ্যোগে দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, সম্প্রতি পুরসভার উদ্যোগে শহরের দুটি রাস্তার নাম ইস্টবেঙ্গল সরণী ও মোহনবাগান অ্যাভিনিউ করা হয়েছে।

জলপাইগুড়ি শহরের বিশিষ্টজনেদের নামেও পুরসভার তরফে রাস্তার নামকরণ করা হচ্ছে। আজ বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ অনুপম সেনের নামে রাস্তার নামকরণ করা হল। উল্লেখ্য, দিনবাজারে কৃষ্ণকুমার কল্যানীর বাসভবন থেকে মাড়োয়ারি হিন্দি বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি কৃষ্ণকুমার কল্যাণী সরণী এবং বেগুনটারি মোড় থেকে দিনবাজারমুখী রাস্তাটির নামকরণ করা হয়েছে ডা. অনুপম সেন সরণী।

Jalpaiguri Krishnakumar Kalyani and Dr.  Naming of road after Anupam Sen

এদিন সমাজপাড়ায় পুরসভা আয়োজিত কৃষ্ণকুমার কল্যানী সরণী নামকরণ অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি বেগুনটারিতে ডা.অনুপম সেন সরণী নামকরণ অনুষ্ঠানে সেন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার পুরমাতা পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চাট‍্যাজি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরুপ মন্ডল , বিধায়ক প্রদীপ কুমার বর্মা, ওএস তাপস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *