জলপাইগুড়ি: মানবিক উদ্যোগে নজির গড়ল জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফ জেনেসিস। বৃহস্পতিবার, ক্লাবের পক্ষ থেকে জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পাঁচটি হুইলচেয়ার ও দুটি রোলেটার প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রিন্সিপালের হাতে এই সামগ্রীগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। সংস্থার সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা বিদ্যালয়ের পাশে থাকবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের প্রিন্সিপাল বলেন, “এই সহায়তা আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাফেরায় আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে। আমরা লায়ন্স ক্লাব অফ জেনেসিসকে ধন্যবাদ জানাই।”
এই মহৎ উদ্যোগে খুশি পড়ুয়া এবং অভিভাবকরাও। লায়ন্স ক্লাবের এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।