ভুটানের কমলালেবুর গন্ধে ভরেছে জলপাইগুড়ির বাজার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ই ডিসেম্বর’২৩ : পাহাড়ি এলাকায় কমলার ফলন এই বছর অনেকটাই বেশি। যার জন্য এবার জলের দামে ভুটানের কমলা বাজারে বিক্রি হচ্ছে। ডিসেম্বরের শুরুতেই ভুটানের কমলালেবুর গন্ধে ভরেছে জলপাইগুড়ির বাজার।

Jalpaiguri market is filled with the smell of Bhutanese oranges

এবছর ভুটানের কমলালেবুর স্বাদ মন ভরে নিচ্ছেন জলপাইগুড়িবাসীরা। ফলের দোকানে এসে মনে আনন্দ ক্রেতাদেরও। কম দামে কমলা কিনতে পেরে মুখে হাসি তাদের। এবার এক পিস কমলালেবু মিলছে ৪ থেকে ৫ টাকায়। আর যা কিনতেই মানুষের ভিড়। জলপাইগুড়ি শহরের দিনবাজার, স্টেশন বাজার, বয়েলখানা বাজার সহ রাস্তায় ছোট ছোট ভ্যানে করে বিক্রি হচ্ছে এই কমলাগুলো। কমলাগুলো খেতেও দারুন দাবি করছেন বিক্রেতারা।

কমলাগুলোর সাইজও অনেকটাই বড়। স্বাদে থাকে না কোনো টকভাব। চিনির মতো মিষ্টি না হলেও, ভুটানের কমলালেবু যে একবার খাবে তার মুখে লেগে থাকবে স্বাদ বলে দাবী বিক্রেতাদের। শীতকালের দুপুরে অনেকেই খাবার পর কমলা খেতে পছন্দ করে। তাই সেই কমলাগুলো যখন কম দামে মেলে তখন আরেকটু মজাই হয় বলছেন বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *