জলপাইগুড়ি মাসকলাই বাড়ি শ্মশান কালীমন্দির কমিটির বাসন্তী পুজো ২য় বর্ষে পড়লো

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ এপ্রিল’২৪ : জলপাইগুড়ি মাসকলাই বাড়ি শ্মশান কালীমন্দির কমিটির উদ্যোগে এবছর বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী চারদিন ব্যাপী মন্দির প্রাঙ্গণেই বাসন্তী পুজোর আরাধনা করা হবে। মাসকালাই বাড়ি শ্মশান কালীমন্দির কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী বলেন, এবছর বাসন্তীদেবীর পুজো দ্বিতীয় বর্ষে পর্দাপন করলো।

Jalpaiguri Maskalai Bari Crematorium Kalimandir Committee's Basanti Puja falls in 2nd year

তারই প্রস্তুতি শুরু হয়েছে শ্মশান কালীমন্দির প্রাঙ্গণে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করা হয় দুরদুরান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন। আগামীকাল ১৪ই এপ্রিল রবিবার বাসন্তী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পুজোর সুচনা হবে। সোমবার ১৫ই এপ্রিল সপ্তমী, ১৬ই এপ্রিল মঙ্গলবার অষ্টমী, ১৭ই এপ্রিল বুধবার নবমী এবং ১৮ই এপ্রিল বৃহস্পতিবার দশমী বিহিত পুজো ও দশমী পূজোর শেষে মায়ের বিসর্জন হবে। অষ্টমিতে এবং নবমীতে পুজো শেষে ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিলি করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *