“জলপাইগুড়ি পুর এলাকায় ৩০শে এপ্রিলের মধ্যে আমরুত প্রকল্পের জল দেওয়া হবে”

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৫ই ডিসেম্বর’২৩ : রাস্তার নামকরণের উদ্যোগ গ্রহণ করলো পুর কর্তৃপক্ষ। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তা, পাশাপাশি সমাজসেবী কৃষ্ণ কুমার কল‍্যানী, ক্রীড়া সংগঠক এসপি রায়, চিকিৎসক অনুপম সেনের নামে রাস্তার নামকরণ খুবই দ্রুত করা হবে বলে জানান উপ পুরপিতা সৈকত চাট‍্যাজি।

তিনি বলেন, বোর্ড মিটিং-এ এনিয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্ট প্রকল্পের কাজে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর মধ্যে ওয়ার্কশপের পাশাপাশি পুরসভার সব ওয়ার্ডে পৃথকীকরণের কাজ শুরু করা হবে। জলপাইগুড়ি পুর এলাকার সব অলিতে গলিতে বসতে চলছে এলইডি।

পুরোনো টিউব লাইট বদল করে আধুনিক উন্নত প্রচুর আলো হয় এরকম এলইডি বসানো হবে দাবি পুর কর্তৃপক্ষের। এর জন্য খরচ হবে দুই কোটি ৮০ লক্ষ টাকা সোমবার এমনটাই জানান উপ পুরপিতা সৈকত চাট‍্যাজি। উল্লেখ্য, শহরে এখনও একাধিক বিদ্যুতের খুঁটিতে টিউব লাইট রয়েছে। কিছু টিউব লাইট অচল। রক্ষণাবেক্ষণের অভাবে একাংশ টিউব লাইট জ্বলছে না বলে অভিযোগ। এর জেরে একাধিক এলাকা সন্ধেয় পর অন্ধকার ঢেকে যায়। ব্যস্ততম রাস্তায় অন্ধকার থাকায় সমস্যায় পড়তে হয় সকলকে।

"Jalpaiguri municipal area to be supplied with Amrut project water by 30th April"

জলপাইগুড়ি পুরসভায় মোট ২৫টি ওয়ার্ড রয়েছে। সেখানে এলইডি লাগানো হবে। শহরে কোন টিউব লাইট থাকবে না। তিনি আরোও বলেন, শহরে টোটো চলাচলের উপযোগী আইন কানুন লাগু হচ্ছে বলেও জানান সৈকত বাবু। আমরুত জল প্রকল্পের কাজে পাইপ লাইন বসানোর ক্ষেত্রে প্রায় ১২ মিটার জায়গা সুকান্তনগর এবং বিবেকানন্দ পল্লী এলাকায় সমস্যা হয়েছে। তারও সমাধানের জন্য ঐ এলাকায় পুরসভার তরফে জল দেওয়ার টেন্ডার করে দেওয়া হবে। আমরুত প্রকল্পের মাধ্যমে জল দেওয়া ৩১শে মার্চ কিংবা ৩০ শে এপ্রিলের মধ্যে হবে বলে জানান সৈকত বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *