জলপাইগুড়ি শহরে টোটো চালানো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর’২৩ : জলপাইগুড়ি শহরের টোটোর ন্যূনতম ভাড়া ১০ টাকাই থাকছে। তবে টোটোর রেজিস্ট্রেশন ফি ৬৭০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০০ টাকা। শুক্রবার জলপাইগুড়ি পুরসভায় টোটো সংক্রান্ত একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান চেয়ারম্যান পাপিয়া পাল।

তবে টোটোর ন্যূনতম ভাড়া ১৫ টাকা করার দাবি জানিয়ে বৈঠকের শেষ পর্যায়ে বেরিয়ে আসেন সিটু অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। তাদের দাবি, আমরা সকলের কথা চিন্তা করে টোটোর ন্যূনতম ভাড়া ১৫ টাকা করতে বলেছিলাম। কিন্তু তা মানা হয়নি। তাই বৈঠক ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। উল্লেখ্য, এদিনের বৈঠকে পুরসভার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা।

বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকেই বাকি থাকা সমস্ত টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। শহরের আটটি জায়গায় ড্রপ গেট করা হচ্ছে। বেআইনিভাবে কোনো টোটোই শহরে চলাচল করতে পারবে না বলে পুরসভার সিদ্ধান্ত। আগামী ৪ ঠা জানুয়ারি থেকে ড্রপ গেট গুলিতে টোটো নিয়ন্ত্রণ শুরু হবে। পুরসভার পাশাপাশি খড়িয়া, পাহাড়পুর, অরবিন্দ ও পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার টোটোই শহরে প্রবেশ করতে পারবে। এর বাইরে অন্যান্য কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে প্রবেশের নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *