সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ অক্টোবর’২৩ : জামিন নামঞ্জুর তৃণমূল যুব নেতার। আগামী ১৪ দিন জেল হেফাজতেই থাকতে হবে দম্পতির আত্মহত্যায় প্ররোচনা মামলায় অন্যতম অভিযুক্ত জলপাইগুড়ি যুব তৃণমূলের সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার উপ পুরপ্রধান সৈকত চ্যাটার্জীকে। বুধবার সৈকত চ্যাটার্জীর জামিনের আবেদন করে তাঁর পক্ষের আইনজীবীরা। সেই জামিনের আবেদন নামুঞ্জুর করে দেয় জলপাইগুড়ি’র সিজেএম আদালত।

১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, গত ১ এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য ও তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠে। সুইসাইড নোটে সৈকত সহ চারজনকে দায়ী করে যান দম্পতি। বাকি তিন অভিযুক্ত গ্রেফতার হলেও এতদিন অধরাই ছিলেন সৈকত। দু দিনের পুলিশ হেফাজতের পর বুধবার রিমান্ড শেষে সৈকত চ্যাটার্জীকে আদালতে হাজির করে রিমান্ড না চাইলেও জামিনের আবেদনের বিরোধীতা করেন সরকারি আইনজীবী। শেষ পর্যন্ত জামিন নামঞ্জুর করে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সরকার পক্ষের আইনজীবী মৃন্ময় বন্দোপাধ্যায় জানান, বিচারক সৈকত চ্যাটার্জীর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সৈকত চ্যাটার্জীর আইনজীবী সন্দীপ দত্ত জানান, আজ জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও, সৈকতের হয়ে পুনরায় জামিনের আবেদন জানাবেন তারা।
অন্যদিকে মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন, তিনি এই মুহূর্তে কিছু বলবেন না। বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে। জাজমেন্ট হয়ে যাওয়ার পর সব বলবেন।