জলপাইগুড়ি : জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পুরসভা প্রাঙ্গণে পালিত হলো ১২তম কন্যাশ্রী দিবস। অনুষ্ঠানে কন্যাশ্রী প্রকল্পের তাৎপর্য, সাফল্য এবং মেয়েদের ক্ষমতায়নে এর ভূমিকা তুলে ধরা হয়। এদিন উন্মোচিত হয় একটি সুসজ্জিত ট্যাবলো, যেখানে কন্যাশ্রীদের উন্নয়ন, শিক্ষার প্রসার ও নারীর আত্মনির্ভরতার বার্তা ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
পুরমাতা পাপিয়া পাল বলেন, “কন্যাশ্রী শুধু আর্থিক সহায়তার প্রকল্প নয়, এটি একটি সামাজিক বিপ্লব। এই উদ্যোগে মেয়েদের শিক্ষা, আত্মনির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে।”
অন্যদিকে, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী জানান, “এই প্রকল্পের জন্যই হাজার হাজার মেয়ে আবার পড়াশোনায় ফিরেছে এবং বিয়ের আগে নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে।”