আপাতত পাম্প করে ভুগর্ভস্থ জল তুলেই জলসংকট মেটানোর কাজ শুরু করলো জলপাইগুড়ি পুরসভা

জলপাইগুড়ি, ২২ আগস্ট : আপাতত পাম্প করে ভুগর্ভস্থ জল তুলেই জলপাইগুড়ি পুরসভার ৪,৫,৬,৭ এবং ১৭ নম্বর ওয়ার্ডের জলসংকট মেটানোর কাজ শুরু করলো পুরসভা ।

রবিবার এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে বসানো পাম্পপিং স্টেশনের উদবোধন করলেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।

উল্লেখ্য, তীব্র গরমে জলপাইগুড়ি পুরসভার এই ওয়ার্ডে গুলোতে জলকষ্ট দেখা দিয়েছে, তার থেকে সাধারণ জনগনকে মুক্তি দিতে আপাতত ভুগর্ভস্থ জল পাম্প করে তুলেই সরবরাহ করা হবে। যদিও মাদ্রাসা ময়দানে পাম্প উদ্বোধন করে চেয়ারপার্সন পাপিয়া পাল জানান, ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে আমরুত প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার কাজ শুরু করা হবে।

অপরদিকে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী জানান, যে পাম্পটির উদবোধন হলো সেটি ঘন্টায় ৭০ হাজার জল সরবরাহ করবে। যদিও এই মুহূর্তে ভুগর্ভস্থ জলই দেওয়া হবে, আগামীতে জল প্রকল্পের কাজ সমাপ্ত হলে পরিশ্রুত পানীয় জল পাইপের মাধ্যমে সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *