সংবাদদাতা, জলপাইগুড়ি : দুয়ারে সরকারের পর এবার দুয়ারে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার। বৃহস্পতিবার পুরসভার দুটি ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে অস্থায়ী পরিকাঠামোয় দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় পুরসভার পক্ষ থেকে। পুরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক স্বাস্থ্য পরিসেবা দিতে এই উদ্যোগ বলে জানালেন পুরমাতা পাপিয়া পাল।
তিনি বলেন, জলপাইগুড়ি পুর এলাকায় চারটি উপ স্বাস্থ্য কেন্দ্র আগে থেকেই ছিল। আজ আরও দুটি সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হল। একটি ১ নম্বর ওয়ার্ডের রায়কতপাড়ায় আর একটি ২৫ নম্বর ওয়ার্ডে, মোট দুটি অস্থায়ী পরিকাঠামোয় সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল। আগামীকাল শুক্রবার থেকেই পরিষেবা পাওয়া যাবে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। প্রতিদিনই বেলা ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলো খোলা থাকবে।
উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী বলেন, আগামীতে আরও দুটি সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হবে। পরবর্তীতে স্থায়ী পরিকাঠামোতে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চলবে।
এদিন রায়কতপাড়ার উপ স্বাস্থ্য কেন্দ্রের ফিতা কেটে সুচনা করেন পুরমাতা পাপিয়া পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ থ্রি সুদীপ্ত মণ্ডল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার অরিন্দম বিশ্বাস, ওএস তাপস দত্ত সহ পুরসভার আধিকারিক ও অন্যান্য কাউন্সিলররা।