শহরে যানজট কমাতে এবার বেআইনি টোটোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর : প্রতিবারের মতো এবছরও পুজো উপলক্ষে ভিড় কমাতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে জলপাইগুড়ি শহরে বিকাল চারটা থেকে টোটো চলাচলে কিছু বিধি নিষেধ আরোপ করা হচ্ছে রাত্রি ১২টা পযর্ন্ত। উল্লেখ্য, টোটো চালকদের আই কার্ডে জালিয়াতি রুখতে এবার ‘বার কোড’ যুক্ত কার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ ৷ পুরোনো আসল কার্ড জমা নিয়ে দেওয়া হবে নতুন ‘বার কোড’ বসানো কার্ড বলে পুরসভা সূত্রে খবর।


জলপাইগুড়ি শহরে টোটো’র সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পুরসভার পুরমাতা পাপিয়া পাল বলেন, পুরসভা থেকে দেওয়া পুরোনো আসল আই কার্ড জমা নিয়ে এবার ‘বার কোড’ যুক্ত নতুন কার্ড দেওয়া হবে টোটো চালকদের। ইতিমধ্যে বৈঠক হয়েছে টোটো নিয়ে। শহরের যানজট ঠেকাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভা কর্তৃক পারমিশন দেওয়া পুরনো কার্ড জমা নিয়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার টোটোকে বার কোর্ড দিয়ে নতুন কার্ড দেওয়া হবে। প্রক্রিয়া শুরু হয়েছে বার কোড দেওয়ার বিষয়টি।

তিনি আরও বলেন, শহরের টোটো শহরে চলবে । নতুন টোটোর পারমিশন এরপর RTO দপ্তর থেকে নিতে হবে। এই মুহূর্তে প্রায় বারো হাজার টোটো শহরে চলছে। টোটোর লাগাম টানতে পুর এলাকা ও শহরতলীর অরবিন্দ, পাতকাটা, খড়িয়া ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাড়ে চার হাজার টোটো চালককে আই কার্ড তুলে দিয়েছিল পুর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ। কিছুদিনের মধ্যে সেই কার্ড নকল করে বাইরের চালকরা শহরে যাতায়াত শুরু করে বলে অভিযোগ৷ ট্র‍্যাফিক পুলিশ একাধিক টোটো চালককে চিহ্নিত করে নকল আই কার্ড সহ। উল্লেখ্য ময়নাগুড়ি, হলদিবাড়ি, বেলাকোবা, বেরুবাড়ি, কাদোবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে টোটো চালকরা শহরে প্রবেশ করছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *