জলপাইগুড়ি পুরসভার টোটো ভাড়া নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট’২৩ : জলপাইগুড়ি শহরে টোটোর ভাড়া কমলো। এবছরের ১ জুন থেকে পুরসভা টোটোর ন্যুনতম ভাড়া ১৫ টাকা করেছিল। এই ভাড়া বৃদ্ধি নিয়ে শহরের সাধারণ মানুষ একেবারেই খুশি ছিলেন না।

জলপাইগুড়ির বর্তমান পুর বোর্ডকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা শহরবাসীর

আজ পুরসভায় এক বৈঠক করে জলপাইগুড়ি শহরে টোটোর ন্যুনতম ভাড়া ধার্য হল ১০ টাকা। পুরসভার কাউন্সিল ইন সদস্য স্বরূপ মন্ডল সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এক খবর জানিয়েছেন। এবার থেকে জলপাইগুড়ি শহরে টোটোতে উঠলে প্রথম এক কিমি পথ যেতে দিতে হবে ১০ টাকা। এরপর প্রতি কিমি ৫ টাকা করে বাড়বে। জলপাইগুড়ি নিউজ এই ভাড়া বৃদ্ধি নিয়ে বারবার প্রতিবাদ করেছিল এবং দাবি ছিল শহরে ন্যুনতম টোটো ভাড়া ১০ টাকা উপযুক্ত (১ কিমি পর্যন্ত) এবং এরপর প্রতি কিমি ৫ টাকা ভাড়া করা উচিত। অবশেষে প্রশাসন টোটো ভাড়া কমালো এবং এই নতুন ভাড়া কার্যকর হবে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে।


পুরসভার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন শহরের সাধারন মানুষ। কিন্তু এবার পুরসভাকে অবিলম্বে শহরে কঠোর ভাবে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত এবং কিমি মাপার জন্য প্রত্যেক টোটোতে ভাড়া মিটার লাগানো বাধ্যতামূলক করা উচিত। নয়তো এই শহর যানজট মুক্ত হবে না, আর টোটো চালক এবং যাত্রীদের মধ্যে বচসাও কমবে না।

জলপাইগুড়ি শহরে বাড়ছে টোটো ভাড়া; ভাড়া বৃদ্ধি নিয়ে খুশি নয় সাধারণ মানুষ

জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ পুরসভা; খুশি টোটোচালকরা; যানজটে নাকাল শহরবাসী

জলপাইগুড়ি নিউজ ওয়েবসাইটে লেখা পাঠান
contact@jalpaigurinews.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *