জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে মহিলাদের স্বনির্ভরতার পথে নতুন দিগন্ত (ভিডিও সহ)

জলপাইগুড়ি : শহরের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে জলপাইগুড়ি পুরসভা বড় পদক্ষেপ নিল। পুর এলাকার ৯৩০টি স্বনির্ভর গোষ্ঠী এবং ১২,৮৩০ জন সদস্যার জন্য ঋণ, প্রশিক্ষণ এবং মার্কেটিং সুবিধার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিশেষ বৈঠকে পুরসভা ঘোষণা করে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হচ্ছে। এছাড়া গোষ্ঠীগুলোর ৯০ শতাংশকেই দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়েছে। যারা কেক, আচার, বাতাসা, চানাচুরসহ বিভিন্ন খাবারের সামগ্রী তৈরি করতে চান, তাঁদের জন্য ৪০ হাজার টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে।

মে মাস থেকে মহিলাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির চালু হবে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য ছোট স্টল বানিয়ে তাঁদের তৈরি সামগ্রীর বিক্রির সুযোগ করে দেওয়া হবে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে তাঁরা ২ এপ্রিল থেকে ৮৩৮৯৮৪২৮৯ নম্বরে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।

Jalpaiguri Municipality's initiative opens new horizons on the path of women's self-reliance

উপ-পুরপিতা সৈকত চ্যাটার্জী বলেন, “মহিলাদের স্বনির্ভর করার জন্য ঋণ প্রদান ছাড়াও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত তাঁদের তৈরি সামগ্রী বিক্রির জন্য বাজার তৈরির কাজ শুরু হবে।”

এই উদ্যোগ জলপাইগুড়ির মহিলাদের স্বনির্ভরতার পথে এক নতুন দিগন্ত খুলে দেবে, যা তাঁদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *