জলপাইগুড়ি : মাদকমুক্ত সমাজ গড়তে আরও এক দৃঢ় পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। সোমবার আইন মেনে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হল জব্দকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। মাদক বিরোধী লড়াইয়ে এই ঘটনা নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত — এটি শুধু প্রতীকী নয়, বাস্তব এক কড়া বার্তা যে মাদকের বিরুদ্ধে কোনও রকম সহনশীলতা দেখানো হবে না।

“জিরো টলারেন্স”- এই নীতিতেই এগোচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। মাদক পাচার এবং সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলবে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন আইনশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে, তেমনই রক্ষা করা হচ্ছে যুব সমাজকে বিপথে যাওয়ার হাত থেকে।

এক পুলিশ অফিসারের কথায়, “এই অভিযান শুধু মাদক ধ্বংস নয়, এটা ভবিষ্যতের প্রজন্মকে বাঁচানোর লড়াই। আমরা চাই প্রত্যেকটি পরিবার নিরাপদ থাকুক, প্রতিটি সন্তান থাকুক সুস্থ ও সচেতন।”
