জলপাইগুড়িতে ভোটগ্রহণ ১৯ এপ্রিল; লাঘু আদর্শ আচরন বিধি

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ মার্চ’২৪ : লোকসভা নির্বাচনের তারিখ ঘোষনা হতেই চালু আদর্শ আচরন বিধি। সেই নিয়ম মেনে সরকারি ভবন, জায়গা থেকে প্রচার হোর্ডিং সরিয়ে নিতে শুরু করল প্রশাসন। সরকারি জায়গায় রাজনৈতিক দলের প্রচার থেকে শুরু করে সরকারি প্রকল্পের বিজ্ঞাপনও সরানো হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে।

জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর থেকেও খুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাজ্য সরকারের বিভিন্ন পোস্টার। তবে শহর জুড়েই রয়েছে এরকম বহু পোস্টার। জলপাইগুড়ি জেলায় আদর্শ আচরণ বিধি তথা এমসিসি-র ত্রিশটি দল গঠন করা হয়েছে। ব্লকের কর্মীরাও শহর ও সংলগ্ন এলাকায় পোস্টার খোলা ও সাদা রং করে ঢেকে দেওয়ার কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে ৭ দফায় হতে চলেছে। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার ভোট গ্রহণ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ির জেলা শাসক শামা পারভিন। তিনি বলেন, নোটিফিকেশন বের হবে আগামী ২০ মার্চ। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ২৭ শে মার্চ। ভোট গণনার দিন আগামী ৪ ঠা জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *