জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের প্রাথমিক স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিকে ছাত্র ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়। অভিভাবকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।
স্কুলের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, এদিন লটারির মাধ্যমে মোট ১০০ জন ছাত্রকে ভর্তির জন্য নির্বাচন করা হবে। তিনি বলেন, “স্কুলে প্রাক-প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্যই লটারি প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা ক্যাটাগরি অনুসারে ভর্তির সংখ্যা নির্ধারণ করেছি।”

লটারিতে নির্বাচিত ১০০ জনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আসন বরাদ্দ করা হয়েছে। সাধারণ: ৫২ জন, এসসি: ২২ শতাংশ, এসটি: ৬ শতাংশ, ওবিসি-এ: ১০ শতাংশ, ওবিসি-বি: ৭ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন: ৩ শতাংশ।
লটারি প্রক্রিয়ার সময় উপস্থিত অভিভাবকরা স্কুলের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, লটারি পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম জানান, “ছাত্রদের ভর্তির প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয় এবং অভিভাবকদের কোনো অভিযোগ না থাকে, সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি। নতুন শিক্ষাবর্ষে ছাত্রদের জন্য আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি।”
ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগে নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ই সন্তোষ প্রকাশ করেছেন।