সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ জানুয়ারি’২৪ : জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। শহরের মিলন সংঘ ময়দানে গত ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা, চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এখানে জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি, পাহাড়, কলকাতা থেকে ফুল এসেছে।

এমনকি এই পুষ্প প্রদর্শনীতে বেশ কিছু বিদেশী ফুলও রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার মূল উদ্যোক্তা জলপাইগুড়ি হর্টিকালচার এসোসিয়েশন, এবার এই প্রদর্শনী ২য় বছরে পদার্পন করলো। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের তরফে অমিত সাহা বলেন, জেলার বাইরে থেকেও বিভিন্ন ফুল প্রেমীরা তাদের ফুল নিয়ে এখানে এসেছেন।

মানুষজন ফুল দেখতে আসছেন এখানে। যারা পুষ্প প্রদর্শনীতে ফুল নিয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ভালো ফুলের সৌন্দর্যায়নের জন্য পুরস্কারও দেওয়া হবে।